১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ফকির হাসান ::

আজ ২১শে ফেব্রুয়ারি, গৌরবময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা আন্দোলনের বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে সুনামগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যবৃন্দ।

Sharing is caring!