২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, আহত ৫

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৫০ অপরাহ্ণ
রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, আহত ৫

Manual2 Ad Code

শরীয়তপুর প্রতিনিধি,

Manual8 Ad Code

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ৩০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

থানা সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে রোগীসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Manual6 Ad Code

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code