৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ণ
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি
নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

 

ফকির হাসান :: ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। ছাতক থানার ওসি মো.গোলাম কিবরিয়া হাসানকে সিলেট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারের আদেশে মো.গোলাম কিবরিয়া হাসানকে বদলি করা হয়েছে। আদেশে আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ দেয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি ।

জগন্নাথপুর থানা থেকে বদলি হয়ে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত হন। বৃহস্পতিবার ছাতক থানায় এসে যোগদান করেন তিনি।

ওসি মোখলেছুর রহমান আকন্দ গত ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। জগ্ননাথপুর থানায় যোগদানের আগে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন।

Sharing is caring!