২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পটুয়াখালী পৌরসভার জলবায়ু অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পটুয়াখালী পৌরসভার জলবায়ু অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পটুয়াখালী পৌরসভার জলবায়ু অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

 

টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অধীনে “ বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলী টাউনস থ্রু লোকালি লেড এ্যাডাপটেশন ইন বাংলাদেশ (LLA) প্রকল্পের আওতায় কোডেক ট্রেনিং সেন্টার পটুয়াখালীতে – Town Climate Adaptation Plan (TCAP) প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার শুভ উদ্ভোধন করেন প্রশাসক ও উপসচিব জনাব জুয়েল রানা, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী।

পরবর্তীতে Town Climate Adaptation Plan (TCAP) প্রনয়ণ কর্মশালা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর এই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব শাহরিয়ার ফরহাদ।

জনাব শাহরিয়ার ফরহাদের আলোচনার পরেই মূল আলোচনা শুরু হয়।

ICCCAD এর প্রোগ্রাম কো-অডিনেটর জনাব জুয়েল মাহমুদ, জলবায়ু অভিযোজন পরিকল্পণার ধাপ এবং জলবায়ু জনিত আপদ সমূহ নিয়ে আলোচনা করেন এবং কোন কোন সময়ে কি কি আপদ হয় তার দিনপঞ্জিকা নিয়ে অংশীজন এর মতামত নেন। পরে তিনি সেক্টর ভিত্তিক আপদ সমূহের মূল্যয়ন করেন যেমন- বাসস্থান, কৃষি, জীবিকা, প্রাণীসম্পদ, রাস্তা ও পানি নিষ্কাষন ব্যবস্থা, পানি, স্বাস্থ্য, পয়:নিষ্কাষন ও বর্জ্য ব্যবস্থাপনা।

উক্ত ৮ সেক্টর ভিক্তিক সল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘ মেয়াদী শহর জলবায়ু অভিযোজন পরিকল্পনা করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক হেড অফিসের প্রতিনিধি, ICCCAD এর ঢাকা অফিসের প্রতিনিধি, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি, পটুয়াখালী পৌরসভার সচিব জনাব মাসুম বিল্লাহ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব, ভবানী শংকর সিংহ, মেডিকেল অফিসার ডা: এস. এম নাহিদুল ইসলাম, শহর পরিকল্পণাবিদ ফারজানা ইয়াসমিন, সহকারী প্রকৌশলী জনাব এইচ এম সোলাইমান হোসেন, কৃষি অধিদপ্তরের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রতিনিধি, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, পটুয়াখালী পৌরসভা এলাকার গগণ্যমান্য ব্যাক্তিবর্গ, ব্র্যাক (LLA) প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারী সহ আরো অনেকে ।

কর্মশালাটি সঞ্চালনা করেন পটুয়াখালী পৌরসভার LLA প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ। সহযোগিতায় ছিলেন ডেপুটি ম্যানেজার মো: শাহজাহান মিয়া, মনিটরিং অফিসার অর্ণব ভট্টাচার্য্য, ইন্জিয়ার রাকিবুল হাসান, এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার মীর সাদিত হোসাইন।

পরিকল্পনা প্রণয়ন শেষে ডা. এস.এম কবির হোসেন, সিভিল সার্জন, পটুয়াখালী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Sharing is caring!