১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাজারে এল ভিআর গ্যাজেট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
বাজারে এল ভিআর গ্যাজেট

ফিচার ডেস্ক , ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।

অ্যাপল ভিশন প্রো

অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।

meta-quest-3s-general

মেটা কোয়েস্ট ৩

মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র‍্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।

Sharing is caring!