১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি

শিক্ষা ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রবেশপত্র ডাউনলোড করার আগে বিভাগীয় অপশন অনলাইনে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি মডিউল ‘A’: গ্রুপ ‘ক’ ও ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Sharing is caring!