১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Manual7 Ad Code

টি.আই.অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গলাচিপার আয়োজনে জাতীয় যুব পতাকা উত্তোলন, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টার সময়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

Manual5 Ad Code

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সোয়েব মাস্টার।

আলোচনা শেষে ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবতীদের মাঝে ঋণের টাকার চেক ও সফল উদ্যোক্তাদের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৩৫ হাজার টাকা যাতায়াত ভাতা প্রদান করেন।

যুব ঋণ নিয়ে সফলতার বিষয়ে বক্তব্য রাখেন সাগর মিয়া ও আঃ মজিদ মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, যুব শক্তি দিয়ে নিজেকে এবং দেশকে সমৃদ্ধি করতে হলে অধিক পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডের মাধ্যমে এবং মানসিক শক্তি নিয়ে কাজ করে, তাহলে অল্প সময়ের মধ্যে সে উদ্যোক্তা হয়ে অন্য বেকার যুবক-যুবতীর চাকুরীর সংস্থান করে দিয়ে দেশের অর্থনৈতিক এবং নিজের আর্থিক স্বচ্ছলতা অর্জিত হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠান সসঞ্চালন করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম মিয়া।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code