১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা তালামীযের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ
ছাতক জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা তালামীযের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন

সভাপতি মঈনুল ইসলাম-সম্পাদক তাজুল হক

জামরুল ইসলাম রেজা,ক্রাইম রিপোর্টার ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন ছাতক জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান ৩০ অক্টোবর ২০২৪, বুধবার মাদ্রাসা কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।

অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ও দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সংগঠনের ছাতক (উত্তর) উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার আল হাসান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মঈনুল ইসলাম-কে সভাপতি তাজুল হক-কে সাধারণ সম্পাদক ও ফারিদ আল মাহমুদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ সভাপতি আবু সালেহ, রাসেল আহমদ,খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ, রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক কছির হোসেন মুবিন, সহ প্রচার সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক সামছুল আরেফিন খান, অফিস সম্পাদক মুজাম্মিল আহমদ মুস্তাফিজ,প্রশিক্ষণ সম্পাদক আবু সুফিয়ান, সহ প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাহমিদ হাসান তালহা,সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহবাব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুয়েল আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাকী আল মাহফী, সদস্য- আবু হোরায়রা নাফিজ, সোহাগ আহমদ, বায়জিদ আহমদ।

Sharing is caring!