১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ

Manual2 Ad Code

দিলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ গণপরিবহন পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

Manual4 Ad Code

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

Manual1 Ad Code

স্টেশনে দেখা যায়- অনেক যাত্রীরা সকালে এসে গাড়ি না পেয়ে পড়েছেন দুর্ভোগে। সিএনজি কিছু চললেও যাত্রীদের অভিযোগ দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকাচ্ছেন চালকরা।

গণপরিবহন পরিষদের নেতারা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়।

কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারো টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code