১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে চোখ এখন অন্ধের পথে সাব্বিরের

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে চোখ এখন অন্ধের পথে সাব্বিরের

Manual1 Ad Code

মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোর:
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাব্বির (২২)। কাজের সূত্রে সাব্বির ঢাকায় মিরপুর ১০ এ থাকতেন।

Manual6 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ১৭ জুলাই ২০২৪ সাব্বির ছাত্র আন্দোলনে যোগ দেন। তৎকালীন সময়ে দেশের এমন অস্থিতিশীল সময়ে ছাত্র জনতার সাথে পুলিশের একরকম ধাওয়া এবং পাল্টা খাওয়া শুরু হয়।

ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের সশস্ত্র বাহিনী গুলি করা শুরু করে হঠাৎ একটি রাবার বুলেট এসে সাব্বিরের চোখসহ মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আহত হয়। ঘটনাস্থলে সাব্বির অচেতন হয়ে পড়ে তখন তার বন্ধুরা মিলে ঢাকায় স্থানীয় একটি হাসপাতালে থাকে ভর্তি করে। গুলিতে আহত সাব্বিরের ঘটনা তার বাবা মা জানতে পারলে ঢাকায় গিয়ে তাকে নাটোরে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু করেন।

Manual7 Ad Code

পিতা ইসমাইল মুন্সী দাবি করেন আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আহত হন কিন্তু এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি দল বা স্থানীয় কোন দলের প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। সাব্বিরের পিতা দাবি করেন আমরা গরিব মানুষ হওয়ায় বর্তমানে আমার ছেলের চোখের চিকিৎসা করাতে পারছি না চিকিৎসার অভাবে আমার ছেলে এখন ঝাপসা দেখা শুরু করেছে ডাক্তার বলেছেন যত দ্রুত সময়ে চিকিৎসা করাতে হবে এবং তার পিতা আরো বলেন সকলের কাছে আবেদন আমার ছেলের সু চিকিৎসা করাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসী ও সকলের নিকট আর্থিক সাহায্য চেয়েছেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code