৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর মাদ্রাসা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
নাটোর মাদ্রাসা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোর:
আজ রাত আনুমানিক সাড়ে আট ঘটিকার দিকে নাটোর মাদ্রাসা মোরে জিরো পয়েন্টে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটিরত অফিসার আধুনিক সদর হাসপাতাল নাটোর।

প্রাথমিক অবস্থায় জানা যায় ঘটনাস্থলে নিহত ব্যক্তি নাটোরের সাবেক জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের ছোট ভাই মোঃ সুমন (৩৬) যার ঠিকানা মানিকগঞ্জে ,চাকরির সূত্রে স্ত্রীর সাথে নাটোরে থাকতেন। আহত তিনজনকে গুরুতর অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাতক ট্রাকসহ চালককে নাটোর সদর থানা পুলিশ জব্দ করে নাটোর সদর থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘাতক ট্র্যাকটি দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনা স্থলে এই দুর্ঘটনাটি ঘটে।

Sharing is caring!