১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে মরহুম ইলিয়াস আলী তালুকদারের দাফন সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ০৯:৪০ অপরাহ্ণ
ছাতকে মরহুম ইলিয়াস আলী তালুকদারের দাফন সম্পন্ন

ছাতকে মরহুম ইলিয়াস আলী তালুকদারের দাফন সম্পন্ন

দিলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধিঃ-
ছাতক উপজেলা সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের পূর্ব পাড়া তালুকদার বাড়ি বাসিন্দা ইলিয়াস আলী ( ইল্লাছ) তালুকদারের দাফন সম্পন্ন।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ২.৩০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

৬০ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩ কন্যা,নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের সময় সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ভাগিনা শাহানুর আলম। জানাজায় সৈদেরগাঁও গ্রামসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Sharing is caring!