১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, ববি শিক্ষার্থীর আত্মহত্যা

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, ববি শিক্ষার্থীর আত্মহত্যা

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ ও নির্যাতনের শিকার হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ বৈরাগী।
নিহত শুভ বৈরাগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রোববার (০৪ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুভ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামের সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। অনেক আগেই তার বাবা-মা মারা গেছেন।

Manual2 Ad Code

এদিকে মৃত্যুর আগে (১ জানুয়ারি) নিজ ফেসবুক ওয়ালে আত্মহননের কারণ ব্যাখ্যা করে যান তিনি।ওই পোস্টে শুভ উল্লেখ করেন, ‘গোপালগঞ্জের কোটালিপাড়ার এক তরুণীর সঙ্গে তার দুই বছরের বেশি সময়ের সম্পর্ক ছিল। নতুন বছরের আগের রাতে (৩১ ডি‌সেম্বর) ওই তরুণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যান তিনি।’

সেখানে স্থানীয়দের নজরে পড়লে সম্পর্কের কথা স্বীকার করার পর তাকে মারধর করার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়। যেখানে তাকে চোর হিসেবে স্বীকারোক্তি দিতে হয় বলেও দাবি করেন তিনি।
শুভ লিখেন, ‘ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনার পর তার সম্মান ভেঙে পড়ে।’

পরিবারের সদস্যরা মুঠোফোনে জানান, ‘ছোটবেলা থেকেই বোন ও ভগ্নিপতির কাছে বড় হন শুভ।’এদিকে, শুভ বৈরাগীর মৃত্যুর খবরে গোটা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, শুভ মেধাবী শিক্ষার্থী ছিলেন।

Manual7 Ad Code

বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, ‘শুভর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এ ধরনের খবর আমাদের মন ভেঙে দিয়েছে। তার ফেসবুক পোস্টে উল্লেখিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান মুঠোফোনে জানান, ‘লাশ উদ্ধার করে হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্র‍িয়াধীন।’

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code