১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাতিরঝিলে অটোরিকশার কারণে বাড়ছে দুর্ঘটনা, চলছে অভিযান।

admin
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
হাতিরঝিলে অটোরিকশার কারণে বাড়ছে দুর্ঘটনা, চলছে অভিযান।

Manual7 Ad Code

সটাফ রিপোর্টার সজীব:রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকাগুলোর একটি হাতিরঝিল। প্রতিদিনই এখানে ঘটছে ছোট যানবাহন, বিশেষ করে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা। প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকেরা প্রায়ই এসব দুর্ঘটনার শিকার হচ্ছেন।

Manual1 Ad Code

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার অফিসার ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে চলমান রয়েছে বিশেষ অভিযান। হাতিরঝিল এলাকায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, নিয়মিতভাবে অটোরিকশাগুলোকে চলাচলে বাধা দিলে তারা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েন।

তারা আরও জানান, অনেক সময় কিছু ব্যক্তি মাদক সেবন করে রাস্তার পরিবেশ নষ্ট করে এবং বাধা দিলে আনসার সদস্যদের ওপর হুমকি প্রদান করে থাকে। ফলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত হয়।

Manual4 Ad Code

সাধারণ জনগণ জানান, হাতিরঝিল একটি জনবহুল ও জনপ্রিয় স্থান। অনেকেই এখানে ঘুরতে বা চলাচল করতে আসেন। তবে প্রতিনিয়ত হয়রানি ও নিরাপত্তাহীনতার কারণে তারা উদ্বিগ্ন।

তাদের প্রত্যাশা, হাতিরঝিলে যেন নির্বিঘ্নে এবং নিরাপদে চলাফেরা করা যায়—এজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code