১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলায় লঞ্চে অসুস্থ্য হওয়া ব্যক্তিকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

admin
প্রকাশিত মে ২৫, ২০২৫, ০৯:৪১ অপরাহ্ণ
ভোলায় লঞ্চে অসুস্থ্য হওয়া ব্যক্তিকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

Manual6 Ad Code

মো কামরুল হোসেন সুমন,ভোলা:

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (২৫ মে) সকালে তাকে এ চিকিৎসা সেবা দেয়া হয়। রবিবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

জানা গেছে, সামসুল হুদা নামের এক ব্যক্তি শনিবার রাতে ঢাকা হতে কর্ণফূলি-৯ লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওনা করেন। রাত ৩টায় দিকে শ্বাসকষ্টে অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

এ সময় সহযোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন।

Manual3 Ad Code

সেখান থেকে খবর যায় কোস্টাগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের কাছে। তার নির্দেশে কোস্টগার্ডের একটি মেডিক্যাল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

Manual6 Ad Code

রবিবার ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে মেডিক্যাল টিম অসুস্থ্য সামসুল হুদাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। যথাসময়ে কোস্টগার্ড কর্তৃক চিকিৎসা সেবা পেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

Manual2 Ad Code

নদী পথে সামসুল হুদাকে সাহায্য কারার মাধ্যমে মানবিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

Manual7 Ad Code

বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকা-েও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ভোলার সচেতন মহলের।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code