১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুগদা মদিনাবাগ মেন রাস্তায় ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান ।

admin
প্রকাশিত মে ৮, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
মুগদা মদিনাবাগ মেন রাস্তায় ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান ।

Manual2 Ad Code

মোঃ মাহবুব রহমান ( সাগর ),ক্রাইম রিপোর্টার :

Manual8 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মুগদা থানার মদিনাবাগ ও মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেন রাস্তায় ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় যানজটের কারণে সাধারণ জনগণের চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে, পথচারীদের বিঘ্ন সৃষ্টি করা হয় বলে জানিয়েছেন । এই অভিযোগের ভিত্তিতে ৭ মে ২০২৫, সকাল১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন মাতিঝিল বিভাগ সংক্ষিপ্ত বিচার আদালত মহিদুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান।

Manual2 Ad Code

অভিযানে অবৈধভাবে মেন রাস্তা ফুটপাত দখলকারী ১৪ জন দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয় এবং তাদের সবাইকে কে ২০০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code