১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মে দিবস আজ

admin
প্রকাশিত মে ১, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
মে দিবস আজ

Manual5 Ad Code

মো কামরুল হোসেন সুমন,ক্রাইম রিপোর্টার:

গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১ মে) পালন হবে মহান মে দিবস। মে দিবস উপলক্ষে সকালে সরকারি উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত-নিহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের মহান মে দিবসের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

Manual4 Ad Code

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিশেষ বিজ্ঞাপন প্রচার করা হবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হবে।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলপর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

এ ছাড়াও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত, প্রচারিত, প্রদর্শিত মানসম্মত সংবাদ, স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক, রিপোর্টার, চিত্রগ্রাহক নির্বাচনপূর্বক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আজ সকালে র‌্যালির আয়োজন করা হয়েছে। মেহনতি মানুষের অবদান তুলে ধরার জন্য ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বাণী : ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নযাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারত্বে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস।’

বড় সমাবেশ করবে বিএনপি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ করবে বিএনপি। এতে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

শ্রমিক সমাবেশ করবে জামায়াত : মে দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Manual7 Ad Code

শ্রমজীবীদের প্রতি সিপিবির ও বিশ্ব মানবাধিকার সংস্থা’র শুভেচ্ছা : মহান মে দিবস উপলক্ষে দেশ-বিদেশের শ্রমিকশ্রেণি, শ্রমজীবী মানুষ এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা মে দিবসকে যথাযথ মর্যাদায় পালন এবং শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার মুক্তিভবন প্রাঙ্গণে সমাবেশ ও র‌্যালি এবং দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সিপিবি।

Manual8 Ad Code

ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ : আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ গৃহ-শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আজ বিকাল ৩টায় পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে শ্রমিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

মে দিবস উদযাপন পরিষদ : আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উদযাপন পরিষদ-২০২৫-এর উদ্যাগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, গণমুক্তি ইউনিয়ন, ইউনাইটেড পিপলস্ ডেমো?াটিক ফ্রন্ট, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি, জাতীয় গণফ্রন্ট, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ ও জাতীয় গণতান্ত্রিক মঞ্চের নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code