৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে আগুনে পুড়ে ৪ টি বসত ঘর ছাই

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
বাঁশখালীতে আগুনে পুড়ে ৪ টি বসত ঘর ছাই

জসিম তালুকদার, চট্টগ্রাম :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ড উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পাশের বাড়ির মল্লিকা বড়ুয়া প্রথমে অগ্নিকান্ডের দৃশ্যটি দেখতে পান বলে সুজিত বড়ুয়া জয় জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অপরদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ত্রিশ কেজি করে চাউল এবং নগদ অর্থসহতা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন প্রিয়তম বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, বাবলু বড়ুয়া, ঋতু বড়ুয়া, সুনীল বড়ুয়া।

Sharing is caring!