৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উত্তপ্ত বাঁশখালী সরল,লবণের মাঠকে ঘিরে সংঘর্ষ প্রকাশ্য অস্ত্র গোলাগুলি 

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
উত্তপ্ত বাঁশখালী সরল,লবণের মাঠকে ঘিরে সংঘর্ষ প্রকাশ্য অস্ত্র গোলাগুলি 

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম ::

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল আনুমানিক ৩/৪ টায় দিকে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে গেছে। ভিডিওতে হেলমেট পরা এবং কয়েকজনকে মুখে কাপড় মুড়ানো অবস্থায় গুলি করতে দেখা গেছে। এছাড়া দেশীয় লম্বা দা-কিরিচ হাতে, ইট পাটকেল নিক্ষেপে লিপ্ত ছিলো সংঘর্ষকারীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মিডিয়া কে বলেন, গোলাগুলির বিষয়টি আমরা শুনেছি। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মাঝে লবণ মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বার বার উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় মোতায়ন রয়েছে।

Sharing is caring!