১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উলিপুরে বিএনপি’র দলীয় কোন্দল ইতি টেনে এক হওয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
উলিপুরে বিএনপি’র দলীয় কোন্দল ইতি টেনে এক হওয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান

শাজাহান খন্দকার, স্টাফ রিপোর্টার-কুড়িগ্রাম::

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮- ০৩- ২০২৫ ইং রোজ শুক্রবার বিকেলে উপজেলার গুঞ্জন কমপ্লেক্সে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মতলেবুর রহমান উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মঈন আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুর রহমান রাজু সাবেক ছাত্র নেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।

অনুষ্ঠানে, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান উলিপুর উপজেলা বাংদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দলীয় কোন্দনল অতি দ্রুত অবসান ঘটিয়ে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলে আরও শক্তি শালি হয়ে কাজ করতে হবে তাহলে আগামী দিনে বিএনপির সুদিন আসবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিকবৃন্দ।

Sharing is caring!