১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৯:৫০ অপরাহ্ণ
ছাতকে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ –

Manual4 Ad Code

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ছাতক উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৭/০৩/২০২৫ রোজ বৃহস্পতিবার ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আব্দুল কাদির এবং উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জনাব মিতুন কুমার দে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই ঈদ উপহার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ।

Manual6 Ad Code

আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আব্দুল কাদির বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস। ভবিষ্যতেও আমরা আনসার সদস্যদের কল্যাণে কাজ করে যাব।”

Manual5 Ad Code

উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code