১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লংগদুতে নানা কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালন

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
লংগদুতে নানা কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালন

Manual7 Ad Code

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) ::

Manual7 Ad Code

পাহাড়ের জেলা রাঙামাটির লংগদুতে উপজেলায় সারাদেশে ন্যায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের পশ্চিম প্রান্তে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ ও আনসার ভিডিপির বাহিনীর প্যারেড, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা এবং মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন, সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকতা ইসরাফিল হক, লংগদু থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মঞ্জুর আলম মোর্শেদ, বীর মুক্তি যোদ্ধা মোঃ তৈয়ব আলী, মোঃ শাহনেয়াজ, খোরশেদ আলম অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট।

এদিকে সকাল ১১ টায় উপজেলা লাইব্রেরী মিলয়াতনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনার অয়োজন করা হয়। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের পুরুস্কার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য যে, ২৬শে মার্চ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশের। এ দিনটি জাতির জন্য মুক্তির প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস এরই ধারাবাহিকতায় সারাদেশে মতো লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code