১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ণ
পলাশবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে-সাথে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরপরই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পাদদেশে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

তারপর থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো। এভাবে পরপর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ, প্রেস ক্লাব, মডেল প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের ব্যানারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি-বেসরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন। সকালে স্থানীয় এস.এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষার্থীদের সমাবেশ ও কুজকাওয়াজ পরিদর্শন। এসব কর্মসূচীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১১টায় স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাদ যোহর ও সুবিধামত সময় সকল মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সার্বিক উন্নয়ন- অগ্রগতি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা বিশেষ মোনাজাত ও প্রার্থনা ছাড়াও ইফতারের সময় হাসপাতাল এবং এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

Sharing is caring!