১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এস ডি কোরআনের আলো সিজন-৯ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৭:৩১ অপরাহ্ণ
এস ডি কোরআনের আলো সিজন-৯ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

Manual3 Ad Code

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:

  • পবিত্র কুরআনের হাফেজদের নিয়ে
    স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতা “এস ডি কুরআনের আলো” (সিজন-৯) এর ফাইনাল পর্ব, পুরস্কার বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৬মার্চ) সকাল ১০ টা থেকে ইফতার পূর্ববর্তী পর্যন্ত মৌলভীবাজার শহরের রেস্ট ইন চাইনিজ হোটেল এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরুনা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতী ওলিউর রহমান।

Manual8 Ad Code

সংগঠনের সাবেক সভাপতি, প্রোগ্রাম চেয়ারম্যান বুরহান উদ্দিন রুপক ও বর্তমান সাধারণ সম্পাদক ছালেহ আহমদ তারেক এর পরিচালনায় এবং শাহ মিছবাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা শামীম আহমদ,
লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর ডেপুটি ডিরেক্টর মাওলানা আব্দুল হাকিম, বেঙ্গল ফুড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আয়াছ আহমদ,
হাপেজ মাও. আব্দুল মগ্নি, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী, বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ক বিভাগ (১৫ পারা) থেকে বিজয়ী ৫ জন এবং খ বিভাগ (৩০ পারা) থেকে ৫ জন কে পুরস্কার, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। ইফতার পূর্ববর্তী আলোচনা পুরস্কার বিতরণ এবং দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী সৈয়দ শাহেদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং উপস্থিত অতিথি, প্রতিযোগি ও সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, আজীবন সদস্য অয়ন তালুকদার, কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জায়েদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক তোহেল আহমেদ সহ সংগঠনে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code