
ফকির হাসান :: অদ্য ১৭/০৩/২০২৫ খ্রিঃ তারিখে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মু: মাসুদ রানা পিপিএম সেবা মহোদয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ও এডিসি (ট্রাফিক), জনাব রাখী রানী দাস সহ ট্রাফিক ডিভিশনের কর্মকর্তা বৃন্দ।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মহোদয় ডিসি (ট্রাফিক) অফিস ভবনের গার্ড রুম, ট্রাফিক ব্যারাক, বিভিন্ন শাখা, লজিস্টিকস, দাপ্তরিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়াদি পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার ( সদর ও প্রশাসন) মহোদয়কে ট্রাফিক বিভাগের বিস্তারিত কার্যক্রম, সমস্যা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবগত করেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মহোদয় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক বিভাগ এর কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়ন, সিলেট মহানগরবাসিকে ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

তিনি অফিসে রক্ষিত নথিপত্র এবং অফিসিয়াল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়াও দায়িত্বরত কর্মকর্তাবৃন্দকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় ট্রাফিক বিভাগে কর্মরত সকল টিআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!