২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটির, গাছ কাটার দায়ে মেম্বর বাদল ও রায়হান নামে আটক ২।

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ণ
পটুয়াখালী ভার্সিটির, গাছ কাটার দায়ে মেম্বর বাদল ও রায়হান নামে আটক ২।

Manual2 Ad Code

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মোঃ বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

দুমকি থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০ তল ভবনের পাশে জলিশা মৌজায় অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার আংগারিয়ার ইউপি সদস্য সৈয়দ বাদল ও জলিসা গ্রামের লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ জনকে আটক। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ. মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।

বিভিন্ন সূত্র জানায় আবু রায়হান পবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ান পদে চাকুরি ছিলো নাম মাত্র। বিগত সরকার দলীয় লোক হওয়ায় কর্মস্থলে না থেকে উপজেলা পরিষদ, তহশিল অফিস , উপজেলা ভূমি অফিসেই বেশীরভাগ সময় দালালী করতে দেখা যেতো।

Manual8 Ad Code

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ করা হয়েছে।।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code