১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালীর ছেলে নাছির উদ্দীন মিশরের মসজিদের ইমাম নিযুক্ত

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
বাঁশখালীর ছেলে নাছির উদ্দীন মিশরের মসজিদের ইমাম নিযুক্ত

জসিম তালুকদার,চট্টগ্রাম অফিস থেকেঃ-

চট্টগ্রাম জেলাস্হ বাঁশখালী উপজেলার ছেলে হাফেজ নাছির উদ্দীন মিশরের রাজধানী কায়রোতে “মসজিদুর রহমান” এ তারাবি নামাজের ইমাম নিযুক্ত হয়েছেন। গত ১ মার্চ থেকে সে দেশে রোজা শুরু হয়। রমজানের প্রথম দিন থেকে বাঁশখালীর এই ছেলে মিশরে তারাবির ইমামতি করে সবাইকে মুগ্ধ করেন।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে মিশরে অনুষ্ঠিত ৬২টি রাষ্ট্রের হাফেজদের নিয়ে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতায় ৬ষ্ট স্থান অর্জন করেন হাফেজ নাছির। সৌভাগ্যবান হাফেজ নাছির উদ্দীন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা গ্রামের হারুনুর রশিদের ছেলে।

নাছির উদ্দীন ২০১২ সালে বাঁশখালী মনকিচর দারুল হিকমাহ মাদরাসা থেকে হিফজ এবং ২০২৪ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী “আল জামিয়া আল ইসলামি পটিয়া মাদরাসা” থেকে দাওরায়ে হাদিস এবং একই বছরে জলদী হুসাইনিয়া মাদরাসা থেকে আলিম পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হন।

এর পর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হন মেধাবি এই হাফেজ। বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিভাগে অনার্সে অধ্যায়নরত আছেন হাফেজ নাছির। পাশাপাশি ১ রমজান থেকে মিশরের কায়রো মসজিদুর রহমানে তারাবির ইমাম নিযুক্ত হন।

হাফেজ নাছির উদ্দীন জানান, মিশরে উচ্চ শিক্ষার পাশাপাশি বহিঃর্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার প্রবল ইচ্ছে শক্তি আছে তার। তিনি তার আরো সাফল্যের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।

Sharing is caring!