২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় অবশেষে মিথ্যা মামলা থেকে তিন সাংবাদিক খালাস পেলেন 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ণ
গাইবান্ধায় অবশেষে মিথ্যা মামলা থেকে তিন সাংবাদিক খালাস পেলেন 

Manual2 Ad Code

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ-

Manual6 Ad Code

গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দীর্ঘ শুনানি শেষে খারিজ করে দিয়েছেন বিজ্ঞ আদালত । ২৬শে ফেব্রুয়ারী  বুধবার গাইবান্ধার জুডিশিয়াল ৪র্থ আদালতের বিচারক হাসিবুজ্জামান এ মামলাটি নথিজাত ঘোষনা করে তিন সাংবাদিককে অব্যহতির আদেশ প্রদান করেছেন।

Manual4 Ad Code

এ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়,বিগত ২০২২ সালের ১৯শে এপ্রিল গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়াম্যাান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেংকারীর খবর  দৈনিক মানবজমিন পত্রিকা,আনন্দ টেলিভিশন ও ফেসবুকে প্রচারিত হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তার জামাই এ এস এম আশরাফুল ইসলামকে বাদী করে তৎকালীন দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল (বর্তমানে দৈনিক যুগান্তর),আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবাদিক রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন ।

মামলাটি দীর্ঘদিন চলার পর এটি একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমানিত হয়েছে। এ প্রেক্ষিতে গাইবান্ধা জুডিশিয়াল ৪র্থ আদালতের বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। জেলার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতা করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট আহসানুল করিম লাছু, সাবেক পিপি মহিবুল হক সরকার মোহন,সালাহ উদ্দিন সেলিম,আনিস মোস্তফা তোতন,রুহুল আমিন রুবেল,জাহাঙ্গীর আলম ও শাহ নেওয়াজ।

অপরদিকে বাদি পক্ষে আইনি লড়াই করেন, এ্যাডভোকেট আবু আহম্মেদ আবদুল্লা কনক।।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code