
মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পরকীয়ার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে স্থানীয়দের হাতে গণধোলাই খেয়ে এলাকা ছাড়ে রাজশাহীর প্রেমিক।
তবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দর্শনা থানাধীন চন্ডিপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে ২ সন্তানের জননী মুন্নি খাতুন তার বাবার বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে অজানায় পাড়ি জমান।
এ ঘটনায়মুন্নীর স্বামী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মুন্নী ও তার মা ফাহিমা খাতুনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছেন। মুন্নীর স্বামী বলেন, মুন্নি আমার বাড়ি থেকে যখন তার পিতার বাড়ি যায়, তখন সে পরিকল্পনা মাফিক সোনার কানের তুল, হাতের বালা, সোনার গলার চেইন, হাতের আংটি ও কাপড় পড় নিয়ে চলে যায়। আমি এর বিচার চাই।
Sharing is caring!