২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের হরিপুর পরিযায়ী পাখির মাংস বিক্রি, ৫ রেস্তোরাঁর মালিককে জরিমানা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
সিলেটের হরিপুর পরিযায়ী পাখির মাংস বিক্রি, ৫ রেস্তোরাঁর মালিককে জরিমানা

Manual6 Ad Code

সিলেট প্রতিনিধি, সিলেটের জৈন্তাপুরে পরিযায়ী পাখির মাংস রান্না করে বিক্রি ও মজুত রাখার অপরাধে পাঁচটি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল রোববার রাতে হরিপুর বাজার এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবণী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা করা রেস্তোরাঁগুলো হলো আনন্দ রেস্তোরাঁ, শাহপরান রেস্তোরাঁ, শাহজালাল রেস্তোরাঁ, নিউ গ্রাম বাংলা রেস্তোরাঁ ও সোনার বাংলা রেস্তোরাঁ। প্রতিটির মালিককে সাড়ে ৯ হাজার টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

Manual3 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code