২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের হরিপুর পরিযায়ী পাখির মাংস বিক্রি, ৫ রেস্তোরাঁর মালিককে জরিমানা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
সিলেটের হরিপুর পরিযায়ী পাখির মাংস বিক্রি, ৫ রেস্তোরাঁর মালিককে জরিমানা

সিলেট প্রতিনিধি, সিলেটের জৈন্তাপুরে পরিযায়ী পাখির মাংস রান্না করে বিক্রি ও মজুত রাখার অপরাধে পাঁচটি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাতে হরিপুর বাজার এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবণী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা করা রেস্তোরাঁগুলো হলো আনন্দ রেস্তোরাঁ, শাহপরান রেস্তোরাঁ, শাহজালাল রেস্তোরাঁ, নিউ গ্রাম বাংলা রেস্তোরাঁ ও সোনার বাংলা রেস্তোরাঁ। প্রতিটির মালিককে সাড়ে ৯ হাজার টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

Sharing is caring!