সিলেট প্রতিনিধি, সিলেটের জৈন্তাপুরে পরিযায়ী পাখির মাংস রান্না করে বিক্রি ও মজুত রাখার অপরাধে পাঁচটি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে।
গতকাল রোববার রাতে হরিপুর বাজার এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবণী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানা করা রেস্তোরাঁগুলো হলো আনন্দ রেস্তোরাঁ, শাহপরান রেস্তোরাঁ, শাহজালাল রেস্তোরাঁ, নিউ গ্রাম বাংলা রেস্তোরাঁ ও সোনার বাংলা রেস্তোরাঁ। প্রতিটির মালিককে সাড়ে ৯ হাজার টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’