২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাটোরের যুবদল নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্ত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
নাটোরের যুবদল নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি, নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ওয়ার্ড যুবদলের এক নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোর কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এর আগে গতকাল রোববার বিকেলে তাঁদের জামিন আদেশ দেওয়া হয়।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালপুর কলোনিপাড়া গ্রামের বাসিন্দা খোকন খাঁ (৫০), তাঁর দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, উপজেলার দক্ষিণ লালপুর কলোনিপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীরের বাড়িতে যুবদল নেতা খোকন ও তাঁর দুই ছেলে চাঁদার টাকা গুনছেন। আর ওই ইউপি সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে আর্তনাদ করছে। এটি নজরে এলে চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী লালপুর কলোনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবদলের নেতা খোকন ও তাঁর দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে।

এদিকে গত শনিবার সকাল ১০টার দিকে ওই তিনজনের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা আবার লালপুর ত্রিমোহিনীতে অবস্থান নেন। দফায় দফায় অবরোধে লালপুর-নাটোর, লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়লে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এরপর গত শনিবার দুপুরে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় অপরাধ নিবারণকল্পে অপরাধ প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

Sharing is caring!