২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অবুঝ শিশু খুশি মনিকে বাঁচাতে এগিয়ে আসার আকুতি বাবা মা’র

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
অবুঝ শিশু খুশি মনিকে বাঁচাতে এগিয়ে আসার আকুতি বাবা মা’র

আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৮নং ওয়ার্ডের বৈরী হরিণমারী গ্রামের দরিদ্র খাজের আলীর মেয়ে খুশি মনি।

গত ১৪ই জানুয়ারী আগুনে পুড়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার শরীরের ৩৩ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। তার বাবা-মা খুশি মনিকে সুস্থ করতে দীর্ঘদিন থেকে রংপুর মেডিকেল বার্ণ ইউনিট শিশু সার্জারী বিভাগে চিকিৎসা গ্রহণ করে আসছিল।

বর্তমানে খুশি মনির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দুটি প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দেন চিকিৎসক। এদিকে,বাবা-মা দীর্ঘদিন থেকে খুশি মনির চিকিৎসার ব্যয়ভার বহন করতে সহায় সম্বলহীন হয়ে আজ প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

 

তার দরিদ্র পিতা-মাতা বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম হয়ে পড়ায় মেয়েকে বাঁচাতে তারা সরকারি,বেসরকারি সহ দেশের ধনাঢ্য দানশীল ব্যক্তিদের নিকট সাহায্যে এগিয়ে আসার আকুতি জানিয়েছেন। আপনার সাহায্যে বাঁচাতে পারে খুশি মনি। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭৩২~২৪৬১৫৫ (বিকাশ)।।

Sharing is caring!