২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারশেন ডেভিল হান্ট’-এ মঙ্গলবার ৯ জন গ্রেপ্তার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারশেন ডেভিল হান্ট’-এ মঙ্গলবার ৯ জন গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারশেন ডেভিল হান্ট’-এ মঙ্গলবার ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মী ও সমর্থক।
সিলেটে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা ফজলুর রহমান, বিমানবন্দর থানা এলাকার নাজিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাবেক লীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা হাসেম খান, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার আনোয়ার হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার ইয়ামিন আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহেদ আহম্মদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

এদিকে মঙ্গলবার দুপুরে সিলেটে র‌্যাবের অভিযানে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেছার আহমেদ (৪০) সিলেট সদরের মোগলাগাঁও ইউপির সদস্য। তিনি মোগলাগাঁও ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code