২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধানমন্ডির ৩২নম্বরের বেজমেন্টে জনতার ভিড় আয়নাঘরের খোঁজে,

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ণ
ধানমন্ডির ৩২নম্বরের বেজমেন্টে জনতার ভিড় আয়নাঘরের খোঁজে,

নিজস্ব প্রতিবেদক, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ বাড়ির কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো খোঁড়াখুঁড়ি চালান শ্রমিকেরা। আর আয়নাঘর বা গোপন বন্দিশালার খোঁজে পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি সেচার কাজ করে ফায়ার সার্ভিস। এসব দেখতে বাড়িটির চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বরের মূল ভবনটির সামনের অংশ ধসে পড়ে আছে। ঝুঁকিপূর্ণ ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কক্ষের ভেতরের পিলার ও মেঝে থেকে হাতুড়ির ঘা দিয়ে রড বের করছেন শ্রমিকরা। এদিকে কয়েকজন শ্রমিক নিচের মেঝে ও পাকা পিলার ভেঙে রড কাটছেন। এতে ভবনটি প্রতিদিনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেকোন সময় ধসে পড়তে পারে। এর মধ্যেই সেখানে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত উৎসুক মানুষ দেখতে আসছেন। ভবনের ভেতরে যাচ্ছেন, নিচে হাঁটাহাঁটি করছেন। এদের মধ্যে নারী ও শিশুও আছে।

জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে এসেছেন। ৯ বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়িটির বিভিন্ন পাশ ঘুরে ঘুরে দেখছেন তিনি। এর মধ্যে উপরে রড কাটা শ্রমিকরা তাদের নিচ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তিনি বাড়ির সামনের সড়কে চলে আসেন। জাহাঙ্গীর আলম বলেন, যে বাড়ি নিয়ে সারাদেশে এতো আলোচনা–সমালোচনা, সেই বাড়িটি তিনি দেখতে এসেছেন।

ছবি: আজকের পত্রিকা

বেলা ২টার দিকে এক নারী স্কুল থেকে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি বাড়িটির সামনে দাড়িয়ে কিছু একটা বলছিলেন। পাশ থেকে কয়েকজন কিশোর শুনে ফেলে তাকে ধাওয়া করে ধানমন্ডির দিকে নিয়ে যায়।

এদিকে ৩২ নম্বরের নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে আয়নাঘর বা গোপনবন্দিশালা রয়েছে বলে বিক্ষুব্ধ মানুষেরা দাবি করতে থাকে। তাদের চাপে বাড়িটির নীচে জমে থাকা পানি সরাতে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে দিনভর সেচপাম্প লাগিয়ে পানি সরিয়েছে। কিন্তু সেখানে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কাদা ও বালুমাখা কিছু ইটের টুকরো ও পুরনো কাপড় মিলেছে। তবে এবিষয়ে ফায়ার সার্ভিস কোনো মন্তব্য করতে রাজী হয়নি। এবিষয়ে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি।

ছবি: আজকের পত্রিকা

গত ৫ ফেব্রুয়ারি রাতে ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র জনতা। এরপর থেকে ভাঙ্গারি শ্রমিকরা বাড়িটির কংক্রিটের ভেতর থেকে রড নেওয়ার জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন।

Sharing is caring!