৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে ৫০ একর সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে ৫০ একর সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে

Manual2 Ad Code

২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশী জাত) ৫০ একর সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গত ১৬ জানুয়ারি দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার গুরুকচি গ্রামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

Manual4 Ad Code

 

 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ

 

 

লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য জালাল উদ্দীন ও এনামুল হক তরফদার প্রমুখ। অনুষ্ঠানে গুরুকচি এলাকার দুই শতাধিকের অধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code