১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

ডাক ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গড়ে তুলতে ইমাম ও খতিবরা বয়ানের মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি করছেন।

 

তিনি বলেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।

 

গতকাল সোমবার নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন।

 

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সমাজবিজ্ঞান প্রশিক্ষক মো. আনোয়ারুল কাদির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবিদ হাসান।

 

 

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। প্রশিক্ষণ গ্রহণ করে তারা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।

Sharing is caring!