জামরুল ইসলাম রেজা,ছাতক থেকেঃ-
সুনামগঞ্জের ছাতকে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (ইউ এফ ওয়াই ই ডি) প্রকল্পের আওতায় ।
দক্ষতা উন্নয়নের লক্ষ্য এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, ব্রাকের এসোসিয়েট কর্মকর্তা গোলাম রাব্বি, কামরুল ইসলাম, ইউ এন ও অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন বেসরকারি সংস্থার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নে ব্রাক যে কাজ করে যাচ্ছে তা প্রশংসনিয় উদ্যোগ।
প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশ বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দুরি করেন নানা পদক্ষেপ নিচ্ছে। প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে সাবলম্বি করার বিকল্প নেই। ব্রাকের সকল উন্নয়ন মূলক কাজে সরকার সহযোগিতা করে যাবে।
Sharing is caring!