নিউজ ডেস্ক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার নানা কর্মসূচির আয়োজন করেন। এ বছরের প্রতিপাদ্য-“মানবিক জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য”- কে সামনে রেখে ‘ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার’ আয়োজন করেন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও শিশু-কিশোরবান্ধব কর্মশালা।
দিনব্যাপী আয়োজিত কার্যক্রমসৃমূহঃ
-সচেতনতামূলক সেশন।
-মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রচার।
-শিশু ও যুববান্ধব সেশন।
-পোস্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
-বল নিক্ষেপ ও বেলুন ফোলানো গেম।
তাছাড়া দিনটির বিশেষ আকর্ষণ ছিল শিশুদের দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এতে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু ও যুবদের মানিয়ে চলার প্রবণতা, সহানুভূতি- শীল আচরণ, বিকাশে নানা অনুশীলন করানো হয়।
শিশুদের মানসিক চাপমুক্ত রাখতে এবং তাদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ দিতে বল নিক্ষেপ গেম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশে উৎসাহিত হয় ও মানসিক প্রশান্তি লাভ করে।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার, আব্বাস উদ্দিস চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট) এবং অসমা বড়ুয়া প্রতিষ্ঠাতা ড্রিম ডান্স ক্লাব প্রমুখ।
ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর পক্ষে কফিল উদ্দিন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা) এই আয়োজনকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতিই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও আগ্রহই আমাদের এমন উদ্যোগগুলোকে আরো অর্থবহ করে তোলে। ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বিশ্বাস করে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কোন বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। নিজের এবং আশেপাশের মানুষের মানসিক সুস্থতার প্রতি যত্নবান হওয়াই ১টি মানবিক সমাজ গঠনের প্রথম ধাপ।”
উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানসিক স্বাস্থ্য এখন আর উপেক্ষিত কোনো বিষয় নয়; এটি একটি সুস্থ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
Sharing is caring!