৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দরবারে মুসাবীয়ায় ডাক্তার নাজিম উদ্দিন ও সরকার জাবেদ আহমেদ সুমন এর আগমন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
দরবারে মুসাবীয়ায় ডাক্তার নাজিম উদ্দিন ও সরকার জাবেদ আহমেদ সুমন এর আগমন

টঙ্গী গাজীপুর

বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ যাদের মাধ্যমে আমরা আজকের ইসলাম পেয়েছি তাদের মধ্যেই অন্যতম রহমানিয়া ভান্ডারিয়া এলাহী দরবার শরীফ।

রহমানিয়া ভান্ডারিয়া এলাহিয়া আহাদীয়াহু ইয়াহু কেবলা বাবা আল্লামা রহমানী শাহ এর নির্দেশ অনুযায়ী গাজীপুরের এরশাদনগর টঙ্গীতে অবস্থিত দরবার এ মুসাবীয়া। বাৎসরিক ওরস উপলক্ষে দরবারে মুসাবীয়ায় উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যের সাবেক ট্রাস্টি ডাক্তার নাজিম উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গী পূর্ব থানা সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন শিশির,  মোহাম্মদ ইউসুফ,  মোহাম্মদ বিজয় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন ও ডাক্তার নাজিম উদ্দিন মুসাবীয়া দরবার শরীফ ঘুরে ঘুরে দেখেন। তিনি সকলের সাথেই কথা বলে মুসাবীয়া দরবার শরীফ এর খোঁজখবর নেন। এবং কোন ধরনের সমস্যা অনুভূত হলে তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।

তিনি আরো বলেন এটা একটা পবিত্র জায়গা এই জায়গার পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।

টঙ্গীর এরশাদনগর এই মুসাবীয়া দরবার শরীফে বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর আজকের এই দিনে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

দরবার শরীফে হালকা জিকির ও তরিকা ভিত্তিক গানের প্রচলন বিরাজমান রয়েছে।

Sharing is caring!