
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মৎস্য ঘেরে উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় পাইকগাছা চিংড়ি চাষী সমিতি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন সফল ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন।
বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার কাশিমনগর এলাকা থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পৌরসভা চত্তরে নিয়ে আসেন। সংবর্ধনা স্থলে পৌছালে চিংড়ি চাষী সমিতি এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যরা গোলাম কিবরিয়া রিপনকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গত ১৮ আগষ্ট মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস নিকট থেকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক গ্রহণ করেন পাইকগাছার সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন।
পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, বেনজির আহম্মেদ লাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, আজু মোল্লা প্রমুখ।
Sharing is caring!