৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে উত্তীর্ণ এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ শাখা

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
বোচাগঞ্জে  উত্তীর্ণ এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ শাখা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ শিবিরের আদর্শ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে সেতাবগঞ্জ কামিল মাদরাসা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন অত্র থানার সেক্রেটারি সাহানুর রহমান পারভেজ। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের দাওয়া সম্পাদক ও বোচাগঞ্জ শিবিরের আদর্শ উপজেলা শাখার সভাপতি আব্দুল মোহাইমিনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর বায়তুল মাল সম্পাদক মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম। প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, নৈতিকতা, আদর্শ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Sharing is caring!