৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর আহত।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর আহত।

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ (৪৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফতেপুর এলাকার খাজার ইটভাটা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে আবুল কালাম আজাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালন শেষে বের হলে কয়েকজন দুর্বৃত্ত কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পরে খাজার ইটভাটার কাছে নিয়ে তাকে বেদম মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তার হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, বিষয়টি পূর্ব শত্রুতা বা রাজনৈতিক কোন্দলজনিত হতে পারে। এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য আবুল কালাম আজাদ এর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা নিন্দা জানিয়েছেন।

Sharing is caring!