৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় জমি বিরোধে ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ।

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ
গাইবান্ধায় জমি বিরোধে ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ।

নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্ব এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে বসতঘরের ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ কাইয়ুম মিয়া (৫৫), পিতা-মৃত রহিম কবিরাজ, স্থানীয় থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ আশরাফ আলী (৫০) ও তার স্ত্রী মোছাঃ খোতেজা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ কারণে তারা প্রায় সময় গালিগালাজ ও হুমকি-ধামকি দিয়ে আসছে।

অভিযোগে তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে বিবাদীরা তার বসতঘরের পীড়ালির ২০০টি ইট, আনুমানিক মূল্য ২ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়দের নিকট বিচার চাইলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ১৬ আগস্ট সকাল ১০টার দিকে পুনরায় জমিজমা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এসময় আশরাফ আলী ও তার স্ত্রী প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা হুমকি দিয়ে বলে—তারা নিজেরা অথবা তাদের লোকজন দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে, হাটে-বাজারে যেখানে পাওয়া যাবে সেখানেই মারধর করবে, বসতবাড়ি ভেঙে এলাকা থেকে উচ্ছেদ করে জমিজমা দখল নেবে। এছাড়াও নিজেদের ক্ষতি করে বা মিথ্যা ঘটনা সাজিয়ে তার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সর্বশান্ত করবে বলেও হুমকি প্রদান করে।

এ ঘটনায় ভুক্তভোগী সাক্ষী হিসেবে প্রতিবেশী কামনী বেগম, খুকু রানী ও বেলো রানীর নাম উল্লেখ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোঃ কাইয়ুম মিয়া।

Sharing is caring!