১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে দাদশী ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচি পালিত

admin
প্রকাশিত মে ২২, ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে দাদশী ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচি পালিত

সোহাগ রানা, রাজবাড়ী থেকে:

২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের গর্ভবতী ও দুগ্ধদানকারি মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো বলেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম একটি মা ও শিশু সহায়তা কর্মসূচি।

গ্রামীণ এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের মার্তিকালীন ভাতা আগেই চালু ছিল।

সম্পত্তি এ দুটি কর্মসূচিকে একান্তি করে মা ও শিশু নামে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একজন গর্ভবতী ৪ মাসের গর্ভবতী হলে অনলাইনে আবেদন করে এই কর্মসূচিকে অন্তর্ভুক্ত হতে পারেন।

দাদশী ইউনিয়ন চেয়ারম্যান শিশুদের সম্পর্কে বলেন প্রতিটি মায়ের উচিত তাদের শিশু বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়া, তাদের প্রতি মনোযোগী হওয়া, কারণ যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালবাসতে শিখে, যে শিশু উৎসাহপোর বড় হয় সে বিশ্বাসী হয়, এবং যে শিশু ভাগ করে খাওয়ার অভ্যস্ত হয়, সে অন্যদের গুণ ধারণ করতে শিখে, তাই সব মায়ের উচিত বাচ্চাদের প্রতি এমন আচরণ করা যাতে করে বিরোধিতার মধ্যে না পড়ে।মূলত মা ও শিশু যত্ন করে একটি সুস্থ সমাজ গড়ে তুলতেই এ কর্মসূচি। গর্ভবতীদের ভাতা সরকার এই কারণেই দিয়ে থাকেন যাতে করে সুষ্ঠ সম্মতি গড়ে তুলতে পারে।

Sharing is caring!