১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছা পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটি চাপা

admin
প্রকাশিত মে ২১, ২০২৫, ০৭:১৫ অপরাহ্ণ
পাইকগাছা পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটি চাপা

Manual8 Ad Code

সফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

গাছ লাগাও পরিবেশ বাঁচাও এমন আন্দোলন যখন চারিদিকে ঠিক তখনি পাইকগাছা পৌরসভা কর্তৃক সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেঁটে মাটিচাপা দেয়ার ঘটনা ঘটায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখাগেছে, পাইকগাছা পৌরসভার বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জমিতে বাতিখালী চর বনায়ন উপকারভুগী সমিতি ২০১৪/১৫ সালে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। রক্ষানাবেক্ষন করে গাছ গুলো বর্তমানে বড় হয়েছে। পৌরসভা শহর রক্ষা বাঁধ ও বাজারের পয়ঃনিস্কাশনের ড্রেন নির্মানের জন্য রাতের আধারে বনায়ন গাছ কেটে মাটি চাপা দেয়ার সত্যতা পাওয়া গেছে।

Manual4 Ad Code

বাতিখালী চর বনায়ন সমিতির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, আমাদের বড় বড় গাছ রাতের আাধারে পৌরসভা পরিকল্পিত ভাবে শতাধিক গাছ কেটে মাটি চাপা দিয়েছ।

নাঈম এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী সাইফুল ইসলামকে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

পৌরসভার ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, রাতের আধারে বনায়নের গাছ কাটার ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার জানান, পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটি চাপা দেয়ার ঘটনা শুনেছি। আগামীকাল আমি অফিসে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।

Manual1 Ad Code

পৌরসভার ইঞ্জিনিয়ার নুর আহমদ জানান, ঠিকাদার মাটি কাটার কাজ করেছে। সেসময় আমরা কেউ উপস্থিত ছিলামনা।

Manual8 Ad Code

পৌর সচিব লালু সরদার জানান, বনায়নের কাছ কাটার বিষয় আমার জানা নেই।

Manual3 Ad Code

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীনের বক্তব্য জানতে তার কাছে কয়েক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code