২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় বেড়িবাঁধ নির্মান কাজের অগ্রগতি, অবহিতকরন সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ণ
মনপুরায় বেড়িবাঁধ নির্মান কাজের অগ্রগতি, অবহিতকরন সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

মো কামরুল হোসেন সুমন,ক্রাইম রিপোর্টার-ভোলা:

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ১১১৭ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মান প্রকল্পের কাজের অগ্রগতি, অবহিতকরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা, মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

Manual4 Ad Code

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি, সুশীল সমাজের ব্যাক্তিগন ও সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ও মতামত নেয়া হয়। এসময় ১১১৭ কোটি টাকা ব্যয়ে চলমান বেড়িবাঁধ প্রকল্পের কাজের সঠিক বরাদ্ধ, কাজে অনিয়ম ও বেড়িবাঁধ প্রকল্পের টাকা কর্তন করে উপজেলার ঢালচরে নেয়া হবে কিনা এ ব্যাপারে প্রশ্ন তোলা হয়।

Manual3 Ad Code

প্রশ্নের উত্তরে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা জানান, চলমান বেড়ীবাঁধ প্রকল্পে ১১১৭ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। সেই বরাদ্ধ এখনো বহাল রয়েছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ব্যয় কমানোর জন্য দেশের চলমান বিভিন্ন প্রকল্প থেকে টাকা কেটে নেয়ার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে পানি সম্পদ মন্ত্রনালয়ের পরিকল্পনা কমিশন। উক্ত প্রস্তাবটি নিরিক্ষণ পর্যায়ে রয়েছে। তবে মনপুরায় চলমান বেড়িবাঁধ পকল্পের কাজ শেষের দিকে হওয়ায় এই প্রকল্প থেকে কোন প্রকার টাকা কর্তন বা কর্ম পরিকল্পনা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে তিনি আশ্বস্ত করেন। এবং ঢালচরের উন্নয়ন কাজে বরাদ্ধের সাথে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের কোন সম্পৃক্ততা নেই বলে নিশ্চিৎ করেন তিনি।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, চলমান বেড়িবাঁধের কাজে যেখানে অনিয়মের খবর পাচ্ছি সেখানেই আমাদের প্রকৌশলী টিম স্বক্রিয় ভাবে কাজ করছে এবং করবে। এবং এই প্রকল্পের কাজ সুন্দরভাবে শেষ হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ডাঃ কামাল হোসেন, আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম, সাবেক সভাপতি জামাল উদ্দিন মেম্বার প্রমূখ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code