১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ

Sheikh Titumir
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ

টি আই অশ্রু, ক্রাইম রিপোর্টার -পটুয়াখালী::

পটুয়াখালীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভুক্তভোগী শিশুটির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শুক্রবার ২১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায়, খালি বাসায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত মুন্না শিশুটিকে জোরপূর্বক নির্যাতন করেন।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ওন-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতেই শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন,‘ উক্ত ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Sharing is caring!