১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে ইসরায়েল বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ণ
বাঁশখালীতে ইসরায়েল বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

জসিম তালুকদার, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বাঁশখালী উপজেলানতে ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সাধারণ ছাত্র জনতা কর্তৃক আয়োজিত বাঁশখালীর অর্গানাইজার মোহাম্মদ এমদাদ উল্লাহ এর সভাপতিত্বে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা ওসমান শিক্ষক পুকুরিয়া মাদ্রাসা,মুফতী সা’আদ আরাফাত পরিচালক অদুদিয়া চিশতিয়া মাদ্রাসা,মোহাম্মদ রহিম উল্লাহ রিয়াদ শিক্ষক বায়তুশ শরফ মাদ্রাসা,মোহাম্মদ এমদাদ উল্লাহ অর্গানাইজার সাধারণ ছাত্র জনতা বাঁশখালী,আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মাওঃ রুহুল আমিন,মাওঃ আব্দুল হামিদ,মোঃ তৌহিদ, মোঃ আবরার, মোঃ হেফাজ উদ্দিন, মোঃ হাবিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো।

আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পন্য বর্জনে রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে।

এবং ইসরাইলে নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।

পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় দূত কে ডেকে কড়া বার্তা দিতে হবে।

এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশননেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার; সহ বিভিন্ন স্লোগান দেন। উক্ত বিক্ষোভ মিছিলটি উঃ জলদী মকবুলিয়া মসজিদ থেকে শুরু হয়ে বাঁশখালী থানার সম্মুখে প্রদক্ষিণ করে জলদি বড় মাদ্রাসার সামনে সমাপনী আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Sharing is caring!