১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ তারিখ ঘোষণা

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ তারিখ ঘোষণা

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু করার লক্ষ্যে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন হবে ১৯ মার্চ, ২০২৬ (১ শাওয়াল ১৪৪৭ হিজরি)।

Manual1 Ad Code

মূলত পবিত্র রমজান মাসের শেষের দিকেই ওমরাহ ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার আর কোনো মেয়াদ বাড়ানো হবে না।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল, ২০২৬। এছাড়া সকল ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের লজিস্টিক কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার আর কোনো মেয়াদ বাড়ানো হবে না। এমনকি কোনো যাত্রীর ভিসার মেয়াদ সাধারণ নিয়মে ৯০ দিন থাকলেও, হজের বিশেষ মৌসুমী নিয়মের কারণে তাকে নির্দিষ্ট তারিখের মধ্যেই দেশ ছাড়তে হবে।

Manual3 Ad Code

২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময়ে ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুমের যাত্রা শুরু হতে পারে।

যারা চলতি মৌসুমে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের ১৯ মার্চের আগেই ভিসার কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের টিকিট এবং ভ্রমণের পরিকল্পনা গুছিয়ে নিতে বলা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code