১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (৫ জানুয়ারী) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারী) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আব্দুল হালিম ওরফে ছানা, মোঃ পারভেজ, মোঃ আলী হোসেন, মোঃ সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মোঃ হাসিব খান এবং মোঃ ওয়াদুদ রহমান শাহীন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহল প্রক্রিয়ধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Manual1 Ad Code

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code